আইইউবি থিয়েটায়ে ১৪৩২ বৈশাখের নাট্যোৎসবের আয়োজন। পর্দা নামলো আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসবের। ১৩ ও ১৪ এপ্রিল, আইইউবি অডিটোরিয়াম হয়ে উঠেছিলো এক জীবন্ত গল্পের গ্রন্থাগার-যেখানে সংলাপ ছিল শ্বাস, আলো ছিল আবেগ, আর দর্শক ছিলেন যাত্রী।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যার শুভ সূচনা করেছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, আইইউবি’র উপাচার্য অধ্যাপক ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লান্ড, স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক বখতিয়ার আহমেদ এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু।
এই উৎসব কোনো সাময়িক আয়োজন ছিল না-এটি ছিল অনুভূতির দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি। মঞ্চে আলো নিভে গেছে ঠিকই, কিন্তু সংলাপ এখনো বাতাসে ভেসে বেড়ায়। প্রতিটি চরিত্র যেন রয়ে গেছে আমাদের ভেতরে-একেকটা হাসি, একেকটা কান্না, একেকটা নীরবতা হয়ে।