আইইউবি থিয়েটার ১৪৩২ বৈশাখের নাট্যোৎসবের আয়োজন
আইইউবি থিয়েটার ১৪৩২ বৈশাখের নাট্যোৎসবের আয়োজন

আইইউবি থিয়েটায়ে ১৪৩২ বৈশাখের নাট্যোৎসবের আয়োজন

আইইউবি থিয়েটায়ে ১৪৩২ বৈশাখের নাট্যোৎসবের আয়োজন। পর্দা নামলো আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসবের।  ১৩ ও ১৪ এপ্রিল, আইইউবি অডিটোরিয়াম হয়ে উঠেছিলো এক জীবন্ত গল্পের গ্রন্থাগার-যেখানে সংলাপ ছিল শ্বাস, আলো ছিল আবেগ, আর দর্শক ছিলেন যাত্রী।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যার শুভ সূচনা করেছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, আইইউবি’র উপাচার্য অধ্যাপক ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লান্ড, স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক বখতিয়ার আহমেদ এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু।

এই উৎসব কোনো সাময়িক আয়োজন ছিল না-এটি ছিল অনুভূতির দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি। মঞ্চে আলো নিভে গেছে ঠিকই, কিন্তু সংলাপ এখনো বাতাসে ভেসে বেড়ায়। প্রতিটি চরিত্র যেন রয়ে গেছে আমাদের ভেতরে-একেকটা হাসি, একেকটা কান্না, একেকটা নীরবতা হয়ে।