নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের আয়োজনে গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩২‘। যা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম বৃহৎ এবং সফল সাংস্কৃতিক আয়োজন।
বুধবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত এই আয়োজনটি বিপুল সংখ্যক শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও প্রশাসনিক কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল। মেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান।
রঙ্গীন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায়, আনন্দঘন পরিবেশে মেতে উঠেছিল পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সদস্যরা মেলায় নিজস্ব স্টল স্থাপন করেন এবং সেখানে বর্ণিল ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী করেন। যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের বাঙালি খাবার এবং বাংলার লোকজ সাজসজ্জার উপকরণ। এর মধ্য দিয়ে ফুটে ওঠে বাঙালির সংস্কৃতির রঙ, বৈচিত্র্য ও সৌন্দর্য।
ক্লাবের প্রেসিডেন্ট মৌরিন ইসলাম বলেন, ‘আমাদের বৈশাখী মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আমাদের শিকড়কে ছুঁয়ে দেখার এক উপলক্ষ, যেখানে ঐতিহ্য, প্রাণবন্ত আড্ডা আর একতার আনন্দ আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু শিক্ষার্থীই নই, আমরা এক সংস্কৃতির বাহক।’
প্রতিবছরের মতো এবারও ক্লাবের সদস্যরা প্রমাণ করেছে যে, তারা শুধু একটি সামাজিক সচেতন ক্লাব নয় বরং তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আবহ গঠনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ‘বৈশাখী মেলা ১৪৩২’ ছিল তারই প্রতিচ্ছবি বলেও জানান মৌরিন ইসলাম।